প্রশাসনের সাথে জুম্ম ছাত্র জনতার বৈঠক, পার্বত্য উপদেষ্টার কাছে ৮ দফা দাবি উত্থাপন

প্রশাসনের সাথে জুম্ম ছাত্র জনতার বৈঠক, পার্বত্য উপদেষ্টার কাছে ৮ দফা দাবি উত্থাপন

প্রশাসনের সাথে জুম্ম ছাত্র জনতার বৈঠক, পার্বত্য উপদেষ্টার কাছে ৮ দফা দাবি উত্থাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রতিনিধ ছাড়াও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল। এ সময় জুম্ম ছাত্র জনতার পাঁচজন প্রতিনিধি—কৃপায়ন ত্রিপুরা, ছদক চাকমা, মানিক চাকমা, তোশিতা চাকমা, পিন্টু তালুকদার এবং বাগীশ চাকমা—উপদেষ্টার উপস্থিতিতে প্রশাসনের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ছাত্র প্রতিনিধিরা সাম্প্রতিক ধর্ষণ ঘটনার সঠিক বিচার নিশ্চিত করা এবং নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে তারা উপদেষ্টার হাতে ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন।

বৈঠকে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক কিছু ঘটনার পর খাগড়াছড়িতে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।