ইনফ্যান্ট্রি, আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের নবীন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) ও চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে একযোগে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রাজশাহীর বিআইআরসি-তে আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।
অন্যদিকে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া।
নান্দনিক ও শৃঙ্খলাপূর্ণ এই প্যারেডের মাধ্যমে তিনটি কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
প্রধান অতিথিরা নবীন সৈনিকদের উদ্দেশে বলেন,
“দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের গড়ে তুলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে।”
তারা সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, ত্যাগ ও পেশাদার উৎকর্ষের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান দু’টিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।