সেনাসদস্যদের সৎ, নিষ্ঠাবান ও মানবিক হতে হবে: লে. জেনারেল শামীম
![]()
নিউজ ডেস্ক
নবীন সেনাসদস্যদের উদ্দেশে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বলেছেন, সবাইকে সৎ, নিষ্ঠাবান ও মানবিক হতে হবে। তিনি বলেন, উন্নতমানের ধৈর্য, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কঠোর অনুশীলন ও কর্মের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যাবে সেনাসদস্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে (বিআইআরসি) অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকালে বিআইআরসিতে আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে সেনাবাহিনীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচ-২০২৫ এর কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান বিআইআরসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আফতাব হোসেন। অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক অফিসার, জেসিও, বিভিন্ন পদের সৈনিক ও প্রশিক্ষণ সম্পন্নকারী সৈনিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, সেনাসদস্যদের দেশমাতৃকা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে রেজিমেন্টের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসময় সেনাসদস্যদের শপথের মর্যাদা রক্ষা করারও তাগিদ দেন তিনি।
এদিন মোট ৯৫৮ জন সৈনিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ করেন। এরমধ্যে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে তিনজনকে পুরস্কৃত করা হয়। কুচকাওয়াজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।