বর্মাছড়ির অস্থায়ী সেই বেস ক্যাম্প সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

বর্মাছড়ির অস্থায়ী সেই বেস ক্যাম্প সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

বর্মাছড়ির অস্থায়ী সেই বেস ক্যাম্প সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি থেকে অস্থায়ী বেস ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।

মাসখানেক আগে খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগ থেকে উত্তেজনা ও সহিংসতার মধ্যে তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সেই ‘অস্থায়ী পেট্রোল বেইস’ স্থাপন করা হয়েছিল।

গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই টহল ঘাঁটি সরিয়ে ফেলার সিদ্ধান্তের তথ্য জানিয়েছে।

কারণ হিসেবে আইএসপিআর বলছে, “একটি ‘অবশ্যম্ভাবী সাম্প্রদায়িক দাঙ্গা’ এড়াতে অস্থায়ী পেট্রোল বেইস অন্যত্র স্থানান্তর করা হবে। পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিন্তে সেনা অভিযান অব্যাহত থাকবে।”

ধর্ষণের অভিযোগ থেকে উত্তেজনার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গত ২৮ সেপ্টেম্বর ১৪৪ ধারা ভেঙে সহিংসতা হয়। সেসময় গুলিতে তিনজনের প্রাণ যায়।

গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে সেনাবাহিনীর দাবি। ওই ঘটনায় ইউপিডিএফের বিরুদ্ধে অভিযান চালাতে বর্মাছড়িতে জঙ্গল ঘেরা স্থানে অস্থায়ী ঘাঁটি স্থাপন করে সেনাবাহিনী।

আইএসপিআর বলছে, জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে অস্থায়ী সেনা পেট্রোল বেস স্থাপনের বিরুদ্ধে এলাকার জনগণ, নারী ও শিশুদের জোর করে জমায়েত করে আন্দোলনের বন্দোবস্ত করে ইউপিডিএফ। বনবিভাগের সংরক্ষিত জমিতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেইসের স্থানটিকে বর্মাছড়ি আর্য কল্যাণ বিহারের অংশ হিসেবে দাবি করে। যদিও সেই ঘাঁটি বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশের জমির অন্তর্ভুক্ত এবং বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে ৫০০ মিটার পশ্চিম দিকে অবস্থিত।

কিন্তু ইউপিডিএফের আধিপত্য আছে এমন সব এলাকায় তারা পোস্টার লাগিয়ে পাহাড়ি জনগণকে উত্তেজিত করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। তার ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর ইউপিডিএফের নেতৃত্বে বর্মাছড়ি অস্থায়ী পেট্রোল বেইসের কাছে কয়েক’শ নারী-পুরুষ ও শিশুদের জমায়েত করে সেনা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেস আর্য কল্যাণ বিহারের অন্তর্ভুক্ত বলে দাবি করে।”

ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে’ বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেইস অন্যত্র স্থানান্তর করছে সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *