মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্তে ১১ কেজি আফিমসহ তিন পাচারকারী আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের মনিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় ভারত-মিয়ানমার সীমান্ত ঘেঁষে পরিচালিত অভিযানে প্রায় ১১ কেজি কাঁচা আফিমসহ তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, গত ২৮ অক্টোবর আসাম রাইফেলসের একটি টহল দল বেহিয়াং পুলিশ স্টেশনের আওতাধীন বেহিয়াং চেকপোস্টে তল্লাশি চালায়। এসময় দুইটি মোটরসাইকেলে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১১ কেজি কাঁচা আফিম উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকারীদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—চুরাচাঁদপুর জেলার কানান ভেঙ এলাকার থাংখানথাউং (৩৩), মোরেহ ওয়ার্ড নং-৯ এর বাসিন্দা হলেও বর্তমানে চুরাচাঁদপুরের তুইবং এলাকায় বসবাসরত লিমিনথাং ওরফে এল খংসাই (৩৪) এবং চুরাচাঁদপুরের কে. নিবাংফাই এলাকার থাংজালেত ওরফে লেটনিউ (৩১)।
পুলিশ জানিয়েছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের সাথে জড়িত সন্দেহ করা হচ্ছে। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীসহ তাদের বেহিয়াং থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
প্রসঙ্গত, মনিপুরের ভারত-মিয়ানমার সীমান্তটি দীর্ঘদিন ধরে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। নিয়মিত অভিযান চালিয়েও পাচারচক্র পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না বলে স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।