ছত্তিশগড়ে আত্মসমর্পণ করলেন ৫১ মাওবাদী, ৬৬ লাখ রুপি পুরস্কার ঘোষিত ছিল ২০ জনের নামে
![]()
নিউজ ডেস্ক
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় একযোগে ৫১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার স্থানীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা এদের মধ্যে ২০ জনের মাথার ওপর মোট ৬৬ লাখ রুপি পর্যন্ত পুরস্কার ঘোষিত ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানান, উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি এবং সরকার ঘোষিত পুনর্বাসন নীতিতে আস্থা রেখেই এ সকল মাওবাদী মূলধারায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার এ সিদ্ধান্ত ছত্তিশগড় সরকার গ্রহণ করা ‘সংলাপ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ নীতির সফল উদাহরণ। এটি নকশালবাদের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
পুলিশ জানায়, আত্মসমর্পণকারীরা ‘পুনা মারগাম, পুনর্বাস সে পুনর্জীবন’ কর্মসূচির আওতায় আত্মসমর্পণ করেছেন। বাস্তার রেঞ্জ পুলিশের এ কর্মসূচির লক্ষ্য হলো মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা নিশ্চিত করা।
আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন—
- পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA) ব্যাটালিয়ন নং ০১ এবং কোম্পানি ০১, ০২ ও ০৫-এর পাঁচ সদস্য,
- বিভিন্ন এরিয়া কমিটি ও প্লাটুনের সাত সদস্য,
- লোকাল অর্গানাইজেশন স্কোয়াড (LOS)-এর তিন সদস্য,
- এক মিলিশিয়া প্লাটুন কমান্ডার,
- ১৪ মিলিশিয়া সদস্য এবং
- ২০ জন নিম্ন পর্যায়ের কর্মী।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ছত্তিশগড় সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা, নিরাপত্তা জোরদার এবং পুনর্বাসন কর্মসূচির কারণে ওই অঞ্চলে মাওবাদী কার্যক্রমে ধীরে ধীরে ভাটা পড়ছে বলে স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।