চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ আজ বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসস্থ আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান এসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে স্বাগত জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস।

সম্মেলনে সেনাবাহিনী প্রধান উভয় কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ন রাখতে তাদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধনীতির পরিবর্তনশীল ধারা ও প্রযুক্তির অগ্রগতির প্রেক্ষিতে যুগোপযোগী প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। সেনাবাহিনী প্রধান উপস্থিত কমান্ডার ও অধিনায়কদের উদ্দেশ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন এবং ভবিষ্যত কৌশলগত পরিকল্পনা গ্রহণে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

চট্টগ্রামে রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

তিনি আরও বলেন, রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সদস্যদেরকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং দেশমাতৃকার সম্মান সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থানে সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন— জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স; চেয়ারম্যান, বেপজা; এনডিসি-র সিনিয়র ডাইরেক্টিং স্টাফ; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা; এসিএন্ডএস-এর কমান্ড্যান্ট; আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেডসমূহের কমান্ডার এবং সংশ্লিষ্ট রেজিমেন্টসমূহের অধিনায়কগণ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এসিএন্ডএস-এ রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের ১ম কর্নেল কমান্ড্যান্টের দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান, মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বাংলাদেশ সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *