চট্টগ্রামে আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠিত

চট্টগ্রামে আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠিত

চট্টগ্রামে আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের নতুন কর্নেল কমান্ডেন্ট অভিষেক অনুষ্ঠান।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যেখানে আর্টিলারি রেজিমেন্ট’র ১০ম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার।

একইদিনে সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান।

সকালে হালিশহর আর্টিলারি প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজে তাদের বরণ করে নেয়া হয়।

এসময় নবনিযুক্ত দুই কর্নেল কমান্ডেন্টকে পরিয়ে দেয়া হয় কর্নেল রেঙ্ক ব্যাচ। পরে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালনে সৈনিকদের প্রতি আহ্বান জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed