বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় ১৩ সেনা সদস্য আহত, দ্রুত উদ্ধার কাজে সহযোগিতায় কৃতজ্ঞতা সেনাবাহিনীর

বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় ১৩ সেনা সদস্য আহত, দ্রুত উদ্ধার কাজে সহযোগিতায় কৃতজ্ঞতা সেনাবাহিনীর

বগুড়ায় ট্রাক দুর্ঘটনায় ১৩ সেনা সদস্য আহত, দ্রুত উদ্ধার কাজে সহযোগিতায় কৃতজ্ঞতা সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক বগুড়ার বীরগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ট্রাকে অবস্থানরত ১৩ জন সেনা সদস্য আহত হন, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তাদের সহযোগিতায় আহত সেনা সদস্যদের তাৎক্ষণিকভাবে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী সংস্থার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে স্থানীয়দের মানবিক ও দ্রুত পদক্ষেপ আহত সৈনিকদের জীবনরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনী জানিয়েছে, আহত সৈনিকদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *