সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
![]()
নিউজ ডেস্ক
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় কানাইঘাটের ডোনা পাত্তিছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শাকিল আহমদ কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ও তার কয়েকজন বন্ধু সীমান্তবর্তী ভারতের খাসিয়া সম্প্রদায়ের একটি সুপারির বাগানে সুপারি আনতে গেলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় শাকিল আহমদ গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, নিহত যুবক ভারতের অভ্যন্তরে অন্তত ৫০০ গজ ভেতরে গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, শাকিল আহমদ মাত্র এক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিজিবির বরাত দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।