ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ: কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর মানবিক সহযোগিতা
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শান্তি-সৌহার্দ্য ও ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫। দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে কঠিন চীবর দান, বুদ্ধ পূজা, অন্নদান, ধর্মীয় উপাসনা, ধর্ম আলোচনা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ থেকে ৪০০ জন বৌদ্ধ ধর্মাবলম্বী ও স্থানীয় মানুষ ধর্মীয় অনুশীলন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান চলাকালীন সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এতে নিরাপত্তা নিশ্চিত করতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টহল দল অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে দায়িত্ব পালন করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি স্থানীয়দের মধ্যে এক ধরনের আশ্বস্ত পরিবেশ তৈরি করে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ সময় কাপ্তাই জোনের পক্ষ থেকে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ তানভীর হাসান সিফাত অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং আয়োজক কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি সংগঠকদের সহযোগিতা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং শান্তি ও সহাবস্থানের ধারাবাহিকতা রক্ষায় সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দকে উপহারও প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, পাহাড়ে উৎসব বা বড় কোনো অনুষ্ঠানকে সামনে রেখে সেনাবাহিনীর এই ধরনের সহযোগিতা ও নিরাপত্তা প্রদান তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং আন্তঃসম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী শুধু জাতীয় নিরাপত্তায় নয়, পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তি বজায় রাখা এবং সামাজিক বন্ধন শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।