জাঁকজমকপূর্ণ আয়োজনে পানছড়িতে ৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনে পানছড়িতে ৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনে পানছড়িতে ৩ বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গৌরব ও ঐতিহ্যের ৭৬ বছর পেরিয়ে ৭৭ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ির পানছড়িস্থ ৩ বিজিবি ব্যাটালিয়ন। আজ সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে বর্ণাঢ্য আয়োজনে সাজানো অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন এবং ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক এসএম ইমরুল কায়েস।

৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক জানান, ব্যাটালিয়নটি ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগরে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ব্যাটালিয়নটি গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে ওঠে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ ব্যাটালিয়নের ১৮ জন বীর সেনানী দেশমাতৃকার জন্য শহিদ হন। ব্যাটালিয়নের অসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে সরকার এটিকে রেজিমেন্টাল কালার প্রদান করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ জাতীয় স্বার্থ রক্ষার প্রতিটি ক্ষেত্রে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাহাড়ি এলাকা ও সীমান্ত অঞ্চলে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ বাহিনীর দায়িত্ব পালনের সক্ষমতা এবং আন্তরিকতা জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করেছে।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন দেশপ্রেম, কর্তব্যবোধ ও জাতীয় দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের আরও অনুপ্রাণিত করবে এবং জনগণের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ বন্ধন আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নে ৩ বিজিবির ভূমিকা দিন দিন আরও বিস্তৃত ও প্রশংসিত হয়ে উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed