চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা
![]()
নিউজ ডেস্ক
চীন থেকে সমরাস্ত্র কিনলে পড়তে হতে পারে মার্কিন নিষেধাজ্ঞায়। ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে এমন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এ আইন যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক অস্ত্র হয়ে উঠতে পারে।
গণমাধ্যমের খবর বলছে, চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে, বাংলাদেশ। সঙ্গে দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার।
তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সঙ্গে এই সখ্যতা যে ভালোভাবে নেবে না পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তা অনুমেয় ছিল। যা গেল মাসে মার্কিন সিনেটে শুনানিতে স্পষ্ট করেন, ঢাকায় মনোনিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দু’মাস পর জানুয়ারিতেই ঢাকায় তার দায়িত্ব নেয়ার কথা। সঙ্গে নিয়ে আসবেন, মার্কিন ‘থিংক টুয়াইস অ্যাক্ট অব ২০২৫’ বা দ্বিতীয়বার ভাবুন আইন-২০২৫। প্রতিরক্ষাখাতে চীনের আধিপত্য ঠেকাতে বৈশ্বিক এ আইনটিও সামনে আসছে। যেখানে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলেই নিষেধাজ্ঞাসহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে হবে সংশ্লিষ্ট দেশকে।
মার্কিন ১১০তম কংগ্রেসের প্রথম সেশনে গত ২৩ জুলাই বিলটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্র মনে করে, অস্ত্রের বাজার সম্প্রসারণের মাধ্যমে ৯ ধরনের সুবিধা আদায়ে সচেষ্ট চীন। যার মধ্যে অন্যতম বিভিন্ন দেশের ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ও চীনের কূটনৈতিক ও কৌশলগত প্রভাব বলয় তৈরি করা।
আন্তর্জাতিক সর্ম্পক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলেন, থিংকট ওয়াইস প্রপোজ থিংকট ওয়াইজ বা লেজিসলেশনে ওখানে কিন্তু বলেই দেয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের যেখানে হচ্ছে পুরো স্টেট এপারেটিস ওরা কিন্তু একটা ইনফরমেশন ক্যাম্পেইনে নামবে এবং এটা হচ্ছে এনগেজড উইথ অল পটেনশিয়াল অর কারেন্ট বায়ার অফ চাইনিজ আর্মস এন্ড ওয়েপন্স।
তিনি আরও বলেন, এখানে ওরা দুইটি মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। একটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডিফেন্স তারা দুইজন কিন্তু জড়িত থাকবে হচ্ছে এটাকে ওভারসি করার জন্য। যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোতে হচ্ছে যে চীনের সঙ্গে একটা সামরিক যে একটা প্রতিযোগিতা আছে এটার জন্য কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশের মত অন্যান্য যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে এটার উপর প্রভাব পড়বে।
এমনকি পুরোনো অস্ত্রের খুচরা যন্ত্রাংশের বিক্রি ঠেকানোর কৌশলও নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।