ভারত–মিয়ানমার সীমান্তে কাঁটাতার ভাঙচুর: চন্দেল জেলায় নতুন করে উত্তেজনা
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরের চন্দেল জেলায় ভারত–মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সদ্য নির্মিত কাঁটাতারের একটি অংশ ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ ও প্রশাসনের বরাতে জানা যায়, মিয়ানমারের চিন রাজ্য থেকে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা এই নাশকতায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়, ১৪ ও ১৫ জানুয়ারির মধ্যবর্তী রাতে চন্দেল জেলার নিউ সামতাল এলাকার কাছে সীমান্ত পিলার (বিপি) ৬২ ও ৬২/২ সাবসিডিয়ারি পিলারের মধ্যবর্তী অংশে এই ঘটনা ঘটে। উক্ত এলাকা মূলত মিয়ানমারের চিন রাজ্যের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে, পাশাপাশি আংশিকভাবে সাগাইং রাজ্যের সঙ্গেও সংযুক্ত।
দুর্বৃত্তরা প্রায় ৪৭টি ফাঁপা গোলাকার ফেন্সিং পোল কেটে ফেলে, ফলে আনুমানিক ১৫০ মিটার দৈর্ঘ্যের নতুন কাঁটাতার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি ফেন্সিং পোল নিখোঁজ পাওয়া গেছে। লহ জাংনোমফাই গ্রামের নিকটবর্তী এলাকায় এই ক্ষয়ক্ষতি শনাক্ত করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসে ১৫ জানুয়ারি সকাল প্রায় ৯টার দিকে। নিউ সামতাল থেকে আসা ২৫ সদস্যের বর্ডার রোডস টাস্ক ফোর্স (বিআরটিএফ)-এর একটি নির্মাণ দল নিয়মিত কাজের অংশ হিসেবে বিপি-৬২ এলাকায় পৌঁছে ভাঙচুরের চিহ্ন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।
একজন কর্মকর্তা জানান, গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৪ ডিসেম্বর চন্দেল জেলার চাংপোল গ্রামে সীমান্ত পিলার নম্বর ৬৮-এর কাছে একই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছিল।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মিয়ানমার অংশ থেকে সীমান্ত অতিক্রম করে এই নাশকতা চালাতে পারে, তবে প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় চন্দেল জেলার মোলচাম থানায় একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, ভারত–মিয়ানমার সীমান্তে কাঁটাতার নির্মাণকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন স্থানে আপত্তি, উত্তেজনা ও নাশকতার ঘটনা ঘটেছে, যা সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।