রাঙামাটির লংগদুতে অবৈধভাবে পাচারকালে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে পাচারকালে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ

রাঙামাটির লংগদুতে অবৈধভাবে পাচারকালে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে অবৈধ ভাবে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে মাহিল্যা কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে বিজিবি।

জানা যায়, একদল চোরাকারবারী বন থেকে কেটে আনা সেগুন ও গামারী কাঠ পাচারের প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাটি জানার পর রাজনগর জোন অধিনায়কের নির্দেশে হাবিলদার মো. রফিকুল ইসলাম নেতৃত্বাধীন টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ৮৭ সিএফটি সেগুন এবং ৩৪৬ সিএফটি গামারী কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯৩ হাজার টাকা।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ কেটে পাচারের মাধ্যমে পরিবেশ ও বনসম্পদ ধ্বংস হচ্ছে। বিজিবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতার ফলে এসব কাঠ পাচার প্রতিরোধ সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্য এলাকায় কাঠ পাচার করে থাকে। এ বিষয়ে বিজিবির অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, চোরাচালান ও বনসম্পদ ধ্বংস রোধে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed