ভুয়া এনআইডি ব্যবহার করে পাসপোর্ট করতে এসে চাঁদপুরে দুই রোহিঙ্গা নারী আটক
![]()
নিউজ ডেস্ক
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী ধরা পড়েছেন। পরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং গতকাল ভোরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন— কক্সবাজার কুতুপালংয়ের ২ নম্বর ক্যাম্পের ই-১১ ব্লকের বাসিন্দা সহিসু আলমের মেয়ে সুবাইরা (১৮) এবং সোনা আলীর মেয়ে জুহুরা বেগম (৩৫)।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দুই নারী পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অফিসে আসেন। তাদের মধ্যে সুবাইরা ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় নথি জমা দেন। নথি যাচাইয়ের সময় দেখা যায়, তিনি যে এনআইডি জমা দিয়েছেন তা আসলে শাহরাস্তি উপজেলার এক নারী রুমা আক্তারের নামে বৈধভাবে ইস্যু করা। ভিন্ন ব্যক্তির নাম ও তথ্য ব্যবহার করায় কর্মকর্তারা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে জিজ্ঞাসাবাদে দুজনই জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।
তারা দাবি করেন, সৌদি আরব নেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তি তাদের কাছে আসে এবং ওই ব্যক্তির নির্দেশেই তারা ভুয়া কাগজপত্র সংগ্রহ করে চাঁদপুরে আসেন। তবে তারা ওই দালালের পরিচয় নিশ্চিত করতে পারেননি। থানায় জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার ক্যাম্প এলাকার সোহাগ নামের এক দালাল তাদের এই প্রক্রিয়ায় যুক্ত করে।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, “এসবি ক্লিয়ারেন্স বন্ধ থাকায় এখন প্রতিটি আবেদন আরও সতর্কভাবে যাচাই করছি। রোহিঙ্গারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করছে— এটা একটি বাস্তবতা। তাই আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি।”
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, “আটক দুই রোহিঙ্গা বৈধভাবে ক্যাম্পে নিবন্ধিত ছিলেন। সে কারণেই তাদেরকে বুধবার ভোরে পুলিশি নিরাপত্তায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। সেখানে ক্যাম্প কর্তৃপক্ষ তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় ভুয়া পরিচয় দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট নেয়ার চেষ্টা বেড়ে যাওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।