সপ্তাহজুড়ে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৯৪, উদ্ধার অবৈধ অস্ত্র-মাদক

সপ্তাহজুড়ে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৯৪, উদ্ধার অবৈধ অস্ত্র-মাদক

সপ্তাহজুড়ে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৯৪, উদ্ধার অবৈধ অস্ত্র-মাদক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গত এক সপ্তাহে একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে। ৩০ অক্টোবর থেকে ০৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে পরিচালিত এসব অভিযানে মোট ১৯৪ জন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ০৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ০৭টি পিস্তলের ম্যাগাজিন, বিভিন্ন ক্যালিবারের ১২ রাউন্ড গুলি, ১৮টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, দেশি-বিদেশি মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে চলমান অস্থিরতা ও জনজীবনে শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল, চেকপোস্ট তৎপরতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে। একইসাথে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও শ্রমবিরোধী পরিস্থিতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি দায়িত্ব পালন করছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই অস্ত্র, মাদক ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও মাদক পাচারের হার বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed