সীমান্তে জাল নোটের উৎস অনুসন্ধানে বিজিবির বাড়তি নজরদারি

সীমান্তে জাল নোটের উৎস অনুসন্ধানে বিজিবির বাড়তি নজরদারি

সীমান্তে জাল নোটের উৎস অনুসন্ধানে বিজিবির বাড়তি নজরদারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত এলাকায় জাল নোটের উৎস অনুসন্ধানে বাড়তি নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে বিজিবি।

ময়মনসিংহ নগরীর খাগডহর ৩৯ বিজিবি ব্যাটালিয়নে আনুষ্ঠনিক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি আরও বলেন, ইতোমধ্যে গণসংযোগের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে কোনো জাল টাকার প্রবেশ ঘটলে তা যেন বিজিবিকে জানানো হয়। একইসঙ্গে লেনদেনের ক্ষেত্রে জাল টাকার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেও তাদের সতর্ক করা হয়েছে। তা ছাড়া, আমাদের দেশের অভ্যন্তরে জালনোট তৈরি করে যারা বাজারে ছড়ায়, তাদের তৎপরতা নজরদারির আওতায় রাখা হয়েছে।

ব্রিফিংয়ে সরদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তায় সতর্কতা সহিত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ৩১ অক্টোবর পর্যন্ত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ২৫ জন আসামি গ্রেপ্তারসহ ২৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৫৮৬ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল, গবাদি পশু, মাদকদ্রব্য এবং যানবাহন আটক করতে সক্ষম হয়েছেন। এতে ৫ হাজারের অধিক মদ ও ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়। আগামীতেও এ ধরনের অভিযানে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির সিও মেহেদীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed