জেএসএস নেতৃত্বাধীন পিসিপির ঢাকা মহানগর শাখায় নতুন কমিটি: নেতৃত্বে কনেজ–হ্লামংচিং

জেএসএস নেতৃত্বাধীন পিসিপির ঢাকা মহানগর শাখায় নতুন কমিটি: নেতৃত্বে কনেজ–হ্লামংচিং

জেএসএস নেতৃত্বাধীন পিসিপির ঢাকা মহানগর শাখায় নতুন কমিটি: নেতৃত্বে কনেজ–হ্লামংচিং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা মহানগর শাখার বার্ষিক শাখা সম্মেলন ও ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কাউন্সিলে কনেজ চাকমাকে সভাপতি এবং হ্লামংচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য অনন্ত বিকাশ ধামাই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সভাপতি চন্দ্রিকা চাকমা।

পিসিপি ঢাকা মহানগর শাখার বিদায়ী কমিটির সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈসানু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির তথ্য ও প্রকাশনা সম্পাদক কনেজ চাকমা। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক হ্লামংচিং মারমা।

এ ছাড়া পিসিপি ঢাকা মহানগরের অধীনস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মিরপুর থানা শাখা এবং ঢাকা পলিটেকনিক শাখার প্রতিনিধিরাও বক্তব্য দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed