বিজিবির রাজনগর জোনে কারিগরি প্রশিক্ষণ, ভলিবল টুর্নামেন্ট ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি) জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, খেলাধুলার প্রসার এবং মানবিক সহায়তায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিজিবির এ বহুমুখী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
পাহাড়ের পিছিয়ে থাকা বেকার যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে রাজনগর জোনের উদ্যোগে ৪ সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোট ৭৯ জন যুবক।
প্রশিক্ষণ শেষে বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পাশাপাশি ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের প্রশিক্ষণ সহায়ক উপকরণও প্রদান করা হয়। স্থানীয়ভাবে দক্ষ জনশক্তি তৈরিতে বিজিবির এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
এছাড়া, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদার ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে রাজনগর জোন সদরে আয়োজিত হয় রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট–২০২৫। ৬টি স্থানীয় দলের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় সর্বাতলী বয়েজ ক্লাব ও পূর্ব রাঙ্গীপাড়া একাদশ।
রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সর্বাতলী বয়েজ ক্লাব বিজয় অর্জন করে। রাঙামাটি সেক্টর কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন-রানারআপ দলকে ট্রফি, সেরা খেলোয়াড়কে ক্রেস্টসহ অন্যান্য পুরস্কার প্রদান করেন।
মানবিক সেবার ধারাবাহিকতায় একই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজনগর জোনে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ২৩৪ জন (শিশু ৭৮, নারী ১২২ ও পুরুষ ৩৪) জনগণকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠীর জন্য আয়োজিত এ ক্যাম্পে বিজিবির মেডিকেল অফিসারের পাশাপাশি বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকরাও সেবা প্রদান করেন। এ বছর এখন পর্যন্ত মোট ৭৫৬ জন স্থানীয় নাগরিক রাজনগর জোনের চিকিৎসা সেবা পেয়েছেন।
রাজনগর জোন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন—এই লক্ষ্যকে সামনে রেখে রাজনগর জোন পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মানুষের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, বিজিবির এ ধরনের সামাজিক, শিক্ষামূলক ও মানবিক উদ্যোগ সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।