কাপ্তাইয়ে অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করল সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে এসব সহায়তা বিতরণ করা হয়।
রোববার সকালে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার নিজ হাতে অসহায় পরিবারগুলোর কাছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় নগদ অর্থ তুলে দেন।
তাৎক্ষণিক স্বাস্থ্য সমস্যা মোকাবিলা ও চিকিৎসা গ্রহণে এই সহায়তা বড় ভূমিকা রাখবে বলে জানান স্থানীয়রা।
সহায়তা প্রদানকালে লে. কর্নেল সাদিক শাহরিয়ার বলেন, ১০ আর ই ব্যাটালিয়ন সবসময়ই স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, রাঙামাটি অঞ্চলে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম স্থানীয় মানুষের আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।