রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু সেনা জোনের একটি বিশেষ অভিযানে লংগদু উপজেলার গাঁথাছড়া চিটাগাং টিলা এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত জোন অধিনায়কের নির্দেশনায় একটি টহলদল নদীপথে মাইনি–গাঁথাছড়া নদীপথে অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার বিকেলে টহল দলটি গাঁথাছড়া ব্রিজের অদূরে গোপনে অবস্থান নেয়। চোরাকারবারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নেমে পালিয়ে যায় এবং শুধুমাত্র মাঝিকে দিয়ে ভারতীয় কম্বলে ভর্তি নৌকাটি এগিয়ে পাঠায়। আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাপড়ে মোড়ানো একটি নৌকা চিটাগাং টিলা এলাকায় পৌঁছালে টহলদল সেটিকে থামার নির্দেশ দেয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকা ভর্তি ভারতীয় চোরাচালানের কম্বল জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, জব্দকৃত কম্বলগুলো মাইনি ও লংগদু এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুরো এলাকায় এখন কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
লংগদু সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।