মিজোরামে যৌথ অভিযানে ২৬ কোটি টাকার মাদক জব্দ, মিয়ানমারের দুই পাচারকারী আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের মিজোরাম রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্যের এক্সসাইজ অ্যান্ড নারকোটিক্স ডিপার্টমেন্টের যৌথ অভিযানে ২৬ কোটি রুপির বেশি মূল্যের মেথামফিটামিন ট্যাবলেট (ইয়াবা) ও হেরোইন জব্দ করা হয়েছে। এসময় মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিএসএফ এ তথ্য জানিয়েছে।
বিএসএফের মুখপাত্র জানান, মিজোরাম–কাছাড় ফ্রন্টিয়ারের সদস্যরা সেলিং ও আইজল শহরের মধ্যবর্তী এলাকায় মাদক পাচারের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযানে নামে। পরে এক্সসাইজ অ্যান্ড নারকোটিক্স ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে এনএএইচ–৬ সড়কে (সেলিং–তুইরিয়াল অংশ) দুই স্কুটিচালককে থামিয়ে তল্লাশি করা হয়।
জিজ্ঞাসাবাদে দুই সন্দেহভাজন স্বীকার করে যে তারা নিকটবর্তী ঝোপের মধ্যে মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। পরে দুইজন স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে ওই স্থানে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। একটি ব্যাগে ‘ড্রাগন ব্র্যান্ড’ নামে পরিচিত ১৫ প্যাকেট মেথামফিটামিন ট্যাবলেট পাওয়া যায়, যার ওজন ১৪ দশমিক ৯০৫ কেজি। অন্য ব্যাগে ছিল ৪৯টি সাবানদানি, যাতে মোট ৭০৭ গ্রাম হেরোইন ছিল।
দুই পাচারকারীকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং জব্দ করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ায় এক্সসাই즈 অ্যান্ড নারকোটিক্স ডিপার্টমেন্টের হেফাজতে নেওয়া হয়।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, এই সফল অভিযান মিজোরামে বিএসএফ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয় ও কার্যকরী সহযোগিতার প্রমাণ। ভারত–মিয়ানমার সীমান্তজুড়ে সক্রিয় আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে চলমান প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করবে নিরাপত্তা বাহিনী।
মেথামফিটামিন ট্যাবলেট, যা ‘ইয়াবা’ বা ‘পার্টি ট্যাবলেট’ নামেও পরিচিত, মেথামফিটামিন ও ক্যাফেইনের মিশ্রণ এবং ভারতে এটি পুরোপুরি নিষিদ্ধ। মিজোরাম রাজ্য মিয়ানমারের সঙ্গে ৫১০ কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে ৩১৮ কিলোমিটার অবৈধভাবে অনাবৃত সীমান্ত ভাগ করে।
উল্লেখ্য, মিয়ানমারের চিন রাজ্য সংলগ্ন ছয়টি মিজো জেলা—চামফাই, সাইয়া, লংতলাই, হনাথিয়াল, সাইতুয়াল ও সেরছিপ—নানা ধরনের মাদক, বন্যপ্রাণী এবং বিভিন্ন চোরাচালানের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।