দুবাই এয়ার শো’তে ভেঙে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান, পাইলট নিহত

দুবাই এয়ার শো’তে ভেঙে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান, পাইলট নিহত

দুবাই এয়ার শো’তে ভেঙে পড়ল ভারতের তেজস যুদ্ধবিমান, পাইলট নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘এয়ার শো’-এ প্রদর্শনী চলার সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান ভেঙে পড়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট মারা গেছেন বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার জন্য প্রদর্শনী উড়ান দিচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়।

সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টা ১০ মিনিটে যুদ্ধবিমান ভেঙে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে। তারপর বিস্ফোরণ হতে দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

এক বিবৃতিতে আইএএফ জানিয়েছে, ‘আজ দুবাই এয়ার শোতে একটি বিমান প্রদর্শনীর সময় আইএএফ’র একটি তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হবে।’

গত সোমবার (১৭ নভেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয় পাঁচদিনব্যাপী দুবাই এয়ার শো। বিশেষ এ আয়োজনটির এবারের আয়োজনে রয়েছে ২১টি দেশের প্যাভিলিয়ন। শেষদিনের সূচি অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে তেজস যুদ্ধবিমানের প্রদর্শনী শুরু হওয়র কথা ছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *