বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ২৬ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
![]()
নিউজ ডেস্ক
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফ বি মায়ের দোয়া’ নামে একটি ট্রলারসহ ২৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এ ঘটনায় চট্টগ্রামের সদরঘাট নৌ-থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ট্রলার মালিক জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান। এর আগে গত মঙ্গলবার এ ঘটনায় চট্টগ্রাম নৌ-থানায় জিডি করা হলেও তারও আগে গত শুক্রবার জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
মূলত এর আগে জেলেদের সঙ্গে যোগাযোগ না থাকায় ভারতীয় কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেনি পরিবার। সবশেষ গত সোমবার ভারতীয় একটি নাম্বার থেকে ফোন করে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ট্রলার মালিক জাহাঙ্গীর আলমকে জানানো হয়। এ নিয়ে জিডি দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।
ট্রলার মালিক বলেন জাহাঙ্গীর আলম, সাগরে যাওয়া জেলেদের খোঁজ পাচ্ছিলাম। পরে সোমবার রাতে ভারতীয় একটি ফোন নাম্বার থেকে জেলেরা তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে জানায়। আমি তাদের পরিবারের সদস্যদের জানিয়েছি। সদরঘাট নৌ-থানায় একটি জিডি করেছি।
ওই জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে ‘এফ,বি, মায়ের দোয়া’ নামে আমার মালিকানাধীন একটি মাছ ধরার ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে রওনা দিলে ঘন কুয়াশায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলীয় এলাকায় ঢুকে পড়ে। সেখান থেকে ২৬ জেলেসহ ফিশিং ট্রলারটি ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায়।
এদিকে শেখেরখীল ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুস শুক্কুর জানান, গত শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী শেখেরখীল ফারির মুখ এলাকা থেকে ট্রলারটি যাত্রা করে। এরপর আমরা জানতে পারি ২৬ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সর্বশেষ বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ফিশিং ট্রলারসহ ২৬ মাঝি বর্তমানে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বলেন, ২৬ জেলেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন তাদের পরিবার। এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।