মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৩১টি ভারতীয় গরু আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানকে সফলতা হিসেবে দেখছে সীমান্তরক্ষী বাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু ঢোকাতে দেখা যায়।

টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে মোট ৩১টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিশেষ করে ছোট ফরিংগা সীমান্তটি চোরাচালানকারীদের সক্রিয় এলাকায় পরিণত হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং রহস্যজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এদিকে স্থানীয় সীমান্তবাসী জানিয়েছে, বিজিবির নিয়মিত তৎপরতা বাড়ায় চোরাকারবারীদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি দেখা যাচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকলে চোরাচালান কার্যক্রম আরও কমে আসবে বলে আশা করছে তারা।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ৪৩ বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *