ভারতের আগরতলায় বিএসএফ-ডিআরআই’র যৌথ অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ

ভারতের আগরতলায় বিএসএফ-ডিআরআই’র যৌথ অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ

ভারতের আগরতলায় বিএসএফ-ডিআরআই’র যৌথ অভিযানে ৮ কোটি টাকার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে মাদক চোরাচালানবিরোধী বড় ধরনের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একটি গাড়ি জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) আগরতলা।

শুক্রবার সকালে জাতীয় মহাসড়ক–০৮–এ পরিচালিত যৌথ এ অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ৮ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা থেকে বিশ্রামগঞ্জমুখী একটি মাদকবাহী গাড়ির গতিবিধির খবর পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে জিএইচকিউ বিএসএফ গোকুলনগরের গেট নম্বর–০১–এর সামনে একটি মোবাইল চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সুজুকি ইকো ভ্যান (নিবন্ধন নম্বর TR01CH-0353) চেকপোস্ট এড়িয়ে দ্রুতগতিতে বিষ্ণগড় বাইপাস হয়ে উদয়পুরের দিকে পালানোর চেষ্টা করলে যৌথ দলটি পিছু নেয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে গাড়িটি কালকালিয়া হাইস্কুলের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এলাকায় ঘেরাও দিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ৮ কোটি টাকা।

অভিযানে আরও তিন কার্টন এটাডডল ১০০/টাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট (প্রায় ৭৫০ বক্স), যার বাজারমূল্য ২০ লাখ ৩২ হাজার টাকা; ভারতীয় মুদ্রা ২৫ হাজার ৪০০ রুপি এবং জব্দ করা সুজুকি ইকো ভ্যানটির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার রুপি পাওয়া যায়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৮ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৬৫০ রুপি।

এদিকে পৃথক আরেকটি অভিযানে সোনামুড়ায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ সদস্যরা অতিরিক্ত আরও ১ কেজি ইয়াবা উদ্ধার করে।

জব্দ করা সব মালামাল ও গাড়ি আইনি ব্যবস্থার জন্য ডিআরআই আগরতলার কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারত–বাংলাদেশ সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে বিএসএফের চলমান কঠোর অবস্থান এবং আন্তঃসংস্থাগত সমন্বয়ের ফলেই এ ধরনের বড় মাপের চালান ধরা সম্ভব হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *