খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় উপজেলার সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন তৈকাতং আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর গাফফারুজ্জামান।
প্রীতি ম্যাচে অংশ নেয় তৈকাতং আর্মি ক্যাম্প দল এবং নারায়ণপাড়া পাহাড়ি যুব সমাজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে তৈকাতং আরবারি পাড়া যুব ক্লাব ২–০ গোলে আর্মি ক্যাম্প দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৫ সেট জার্সি তুলে দেওয়া হয়। পুরো ম্যাচটি ছিল শান্তিপূর্ণ, সুন্দর ও উপভোগ্য। স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।
প্রসঙ্গত, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যকার সৌহার্দ্য, সম্প্রীতি ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ দীর্ঘদিন ধরে ইতিবাচক ভূমিকা রেখে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।