সোমবার থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা

সোমবার থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা

সোমবার থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামী সোমবার থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে আন্দোলনকারীরা। সেইসাথে, পরিষদ যদি দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে চেয়ারম্যানসহ সব সদস্যদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আজ শনিবার (২২ নভেম্বর) রাতে রাঙ্গামাটি শহরের বনরুপায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন আন্দোলনকারী নেতারা।

এর আগে, রাঙ্গামাটিতে জেলা পরিষদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি জানিয়ে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ব্যানারে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা ‘৭% কোটা এবং ৯৩% মেধা নির্ধারণ করে পরীক্ষা গ্রহণসহ ৬ দফা দাবি বাস্তবায়ন’ এবং ‘চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা’ রদ করতে আন্দোলন করে আসছিল।

আন্দোলনকারীদের দাবি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক কোটা কাঠামো বজায় রাখা হয়েছে, যার ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত সরকারি সর্বশেষ নীতিমালা অনুসারে পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবিসহ ৬ দফা দাবি পেশ করে।

দাবি সমুহের মধ্য রয়েছে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ, পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা, নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ, নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।

সেইসাথে, ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ এবং উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কি না, এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *