সশস্ত্র বাহিনী দিবসে বাকলাই সেনা ক্যাম্পে বম সম্প্রদায়ের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ
![]()
নিউজ ডেস্ক
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার বাকলাই পাড়া সাব জোন সেনা ক্যাম্পে বম সম্প্রদায়ের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে ক্যাম্প প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রীতি ভোজের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বাকলাই সাব জোন ক্যাম্পের অধিনায়ক মেজর জোনায়েদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মজুমদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামসেদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা সহ স্থানীয় পাড়া কারবারিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মেজর জোনায়েদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় যেকোনো সংকটে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি পাহাড়ি জনপদের নিরাপত্তা বজায় রাখা, মানবিক সহায়তা এবং দুর্গম এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর নিরলস কাজের কথা উল্লেখ করেন।
প্রীতিভোজ শেষে বম সম্প্রদায়ের অতি দরিদ্র পরিবারের মাঝে চাউল, চা, চিনি, আটা ও শুকনা বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হয়। উপহার পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সামরিক সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাকলাই পাড়া সাব জোনে সার্বিকভাবে এক প্রীতিময় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।