খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগে কৃষক ও দরিদ্র পরিবারের সহায়তা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বেত্য জেলার পানছড়িতে বিজিবির লোগাং জোন (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুঃস্থ ও গরীব কৃষকদের মাঝে সার, বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ হাতিমারা এলাকায় এদিন ২০ জন দুঃস্থ কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন এবং আরও ২০ জন গরীব কৃষকের মাঝে সার ও উন্নত মানের ধানের বীজ বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
এসময় জোন অধিনায়ক বলেন, “পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বিজিবির এই জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্র জানিয়েছেন, আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত লোগাং জোনের উদ্যোগে প্রতিদিন আরও নানা ধরণের সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে—দুঃস্থ পরিবারকে ঢেউটিন, অসহায় নারী সেলাই কর্মীদের সেলাই মেশিন, দুঃস্থ পরিবারকে সৌর বিদ্যুৎ ব্যবস্থা, একটি পরিবারকে নলকূপ, গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বই, ১০০ জন শিক্ষার্থীকে খাতা-কলম ও স্কুল ব্যাগ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে খেলাধুলা সামগ্রী এবং অসহায় রোগী ও দুঃস্থ ব্যক্তিকে আর্থিক ও চিকিৎসা অনুদান।
স্থানীয়রা জানিয়েছেন, বিজিবির এসব উদ্যোগ পার্বত্য এলাকায় সামাজিক উন্নয়ন, শিক্ষাবৃদ্ধি ও কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।