কাপ্তাইয়ে দরিদ্র ২ পরিবারকে ঘর মেরামতের জন্য টিন দিল সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে দরিদ্র ২ পরিবারকে ঘর মেরামতের জন্য টিন দিল সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে দরিদ্র ২ পরিবারকে ঘর মেরামতের জন্য টিন দিল সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার কেঙড়াছড়ি এলাকায় দরিদ্র দুই পরিবারকে ঘর মেরামতের জন্য টিন প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়ন।

গতকাল রবিবার সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় মানবিক সহায়তার এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার নিজে উপস্থিত থেকে দুই পরিবারের হাতে টিন সরবরাহ করেন। এ সময় ব্যাটালিয়নের অন্যান্য পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক নিরাপত্তা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *