নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল ১১ বিজিবি

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল ১১ বিজিবি

নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল ১১ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ড (১১ বিজিবি)।

আজ সোমবার দুপুরে নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা মাঠে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন ইউনিটের উপঅধিনায়ক মেজর আশিক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতজন ব্যবসায়ী ও দোকান মালিককে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন মেজর আশিক। তিনি জানান, ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিনের নির্দেশে মানবিক সহায়তার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের ব্যবসা পুনরায় দাঁড় করাতে পারে।

সহায়তা প্রদানকালে মেজর আশিক বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, বরং জনকল্যাণমূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগ–দুর্বিপাকে সহায়তা প্রদানেও সর্বদা বদ্ধপরিকর।” তিনি আরও জানান, সাম্প্রতিক সময়গুলোতে বিজিবি চিকিৎসা সহায়তা, বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা, শীতার্তদের কম্বল প্রদান এবং এতিম ও অসহায় মানুষের খাদ্য সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

উপস্থিত স্থানীয়রা বিজিবির এই মানবিক সহায়তার উদ্যোগকে প্রশংসা করেন। অনুষ্ঠানে বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুর্গম সীমান্ত এলাকায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের পাশে দাঁড়ানো বিজিবির দীর্ঘদিনের একটি ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *