রাঙামাটিতে পাহাড়ি নারী খেলোয়াড়দের মাঝে সেনা জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে আজ সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের আওতাধীন রাঙামাটি সদর জোনের উদ্যোগে পাহাড়ি নারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাউখালী উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্যাপ্টেন সাকিব হাসান শাওন ১৫ জন পাহাড়ি নারী খেলোয়াড়কে বুট (জুতা) প্রদান করেন।
অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আরজ আলী, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম, ‘কাউখালি সুইহ্লামং মারমা একাডেমি’র খেলোয়াড় ও তাদের সভাপতি সুইহ্লামং মারমা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ কিশোরী ও তরুণ খেলোয়াড়দের মাঝে উৎসাহ ও আগ্রহ বাড়াবে, যা খেলাধুলার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। বুট পেয়ে খেলোয়াড়রা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, তারুণ্য উৎসবের সমাপনী দিনে কাউখালী উপজেলা মাঠে ঘাগড়া বনাম কাউখালী যৌথ সেপাক টাকরো খেলার একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।