নাইজেরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা-পুলিশে হাজার হাজার নতুন নিয়োগ
![]()
নিউজ ডেস্ক
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দেশে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সেনাবাহিনী ও পুলিশে অতিরিক্ত হাজার হাজার নিয়োগের ঘোষণা করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের তথ্য ও কৌশল বিষয়ক বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক্স-পোস্টে এই তথ্য জানিয়েছেন।
বোলা টিনুবু বলেন, ‘আজ, উদ্ভূত নিরাপত্তা-সংক্রান্ত জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে, আমি জাতীয় নিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সশস্ত্র বাহিনীতে অতিরিক্ত নিয়োগের নির্দেশ দিয়েছি। পুলিশ অতিরিক্ত ২০ হাজার জন নিয়োগ করবে।’
কেব্বি, বোর্নো, জামফারা, নাইজার, ইয়োবে ও কোয়ারা রাজ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর এই ঘোষণা এলো। রাজ্যগুলোতে হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা এবং অপহরণ করা হয়েছে।
দেশটি মূলত সশস্ত্র ডাকাত এবং সাম্প্রদায়িক সংঘর্ষের ক্রমাগত সহিংসতার মুখোমুখি হচ্ছে। বিশেষ করে ধর্মীয় স্থান ও স্কুল-কলেজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিশৃঙ্খলায় লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, সামরিক কর্মীরা নিয়মিত গির্জা এবং মসজিদে তল্লাশি করবে- বিশেষ করে প্রার্থনার আগে। রাজ্য কর্তৃপক্ষকে স্কুলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিন ধরে সন্ত্রাসীরা বেশ কয়েকটি স্কুলে হামলা চালিয়েছে। ২০-২১ নভেম্বর রাতে নাইজার রাজ্যে ৩০০ জনেরও বেশি ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। ২৩ নভেম্বর তাদের মধ্যে ৫০ জন বাড়ি ফিরে আসে।
স্কুলগুলোতে বর্ধিত আক্রমণের কারণে ৩৬টি রাজ্যের মধ্যে ১০টির সরকার নিরাপত্তার কারণে স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে। এলাকাগুলোতে অতিরিক্ত সেনা ও পুলিশ বাহিনী পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।