মণিপুরে বৃহৎ যৌথ অভিযানে ১০৯ একর পপি ক্ষেত ধ্বংস করল নিরাপত্তা বাহিনী

মণিপুরে বৃহৎ যৌথ অভিযানে ১০৯ একর পপি ক্ষেত ধ্বংস করল নিরাপত্তা বাহিনী

মণিপুরে বৃহৎ যৌথ অভিযানে ১০৯ একর পপি ক্ষেত ধ্বংস করল নিরাপত্তা বাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে সেনাপতি ও কাংপোকপি জেলায় বিপুল পরিমাণ অবৈধ পপি ক্ষেত ধ্বংস করা হয়েছে। গতকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুই জেলা মিলিয়ে মোট প্রায় ১০৯ একর অবৈধ চাষের জমি উজাড় করে দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে প্রথম দফার অভিযান পরিচালিত হয় সেনাপতি জেলার পুরুল থানার অধীনস্থ এনগামজু পাহাড়ি এলাকায়। সেখানে বন বিভাগ ও নিরাপত্তা বাহিনীর যৌথ টিম প্রায় ছয় একর অবৈধ পপি ক্ষেত শনাক্ত করে তা ধ্বংস করে।

একই সময়ে কাংপোকপি জেলার কাংপোকপি থানার অধীনস্থ কউব্রু পাহাড়ি অঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় দ্বিতীয় বৃহৎ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–এর সহায়তায় পরিচালিত এ অভিযানে প্রায় ১০৩ একর জমির অবৈধ পপি ক্ষেত সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে চাষাবাদের জন্য নির্মিত ৩০টি অস্থায়ী কাঁচা ঘর ভেঙে ফেলা হয়। এছাড়া উদ্ধার করা হয় ১৭ বস্তা সার, ৩৭ প্যাকেট হার্বিসাইড, ১৩ বস্তা লবণ এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম—যা পরবর্তীতে পুনরায় চাষাবাদ ঠেকাতে ধ্বংস করে দেওয়া হয়।

নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি অঞ্চলে মাদক উৎপাদন ও পাচার রোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মণিপুরের বিভিন্ন জেলায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ পপি ক্ষেত ধ্বংস করা হলেও চোরাকারবারি চক্রগুলো কৌশল পরিবর্তনের চেষ্টা করছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *