লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘চতুরবাড়ী বিওপি’ নামে নতুন ক্যাম্প চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন উপজেলার জোংড়া ইউনিয়নে এ ক্যাম্প উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

এ সময় তিনি বলেন, ‘সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে নতুন চতুরবাড়ী বিজিবি ক্যাম্প অবদান রাখবে। অপরাধ দমনে আমাদের (বিজিবির) সক্ষমতা বৃদ্ধি পাবে। অনেক সময় বিভিন্ন ধরনের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের (বিজিবি) জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’

বিজিবি জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার প্রায় ২শ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)। এ ব্যাটালিয়নের আওতায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্তে বিজিবির ‘ধবলগুড়ি’ ও ‘খারিজাজোংড়া’ নামে দুটি ক্যাম্প রয়েছে। ক্যাম্প দুটির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি চালানোয় বিঘ্ন দেখা দেয়।  এতে ভারত-বাংলাদেশের চোরাকারবারিরা ওই সীমান্তে নানা অপরাধের চেষ্টা চালায়। সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ওই ইউনিয়নের চতুরবাড়ী নামক স্থানে এলাকার নামে নতুন বিজিবি ক্যাম্প স্থাপন ও উদ্বোধন করা হয়।

লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন

এদিকে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *