লালমনিরহাটে ভারতীয় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘চতুরবাড়ী বিওপি’ নামে নতুন ক্যাম্প চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন উপজেলার জোংড়া ইউনিয়নে এ ক্যাম্প উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

এ সময় তিনি বলেন, ‘সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে নতুন চতুরবাড়ী বিজিবি ক্যাম্প অবদান রাখবে। অপরাধ দমনে আমাদের (বিজিবির) সক্ষমতা বৃদ্ধি পাবে। অনেক সময় বিভিন্ন ধরনের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের (বিজিবি) জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
বিজিবি জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার প্রায় ২শ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৬১ বিজিবি ব্যাটালিয়ন (তিস্তা-২)। এ ব্যাটালিয়নের আওতায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন সীমান্তে বিজিবির ‘ধবলগুড়ি’ ও ‘খারিজাজোংড়া’ নামে দুটি ক্যাম্প রয়েছে। ক্যাম্প দুটির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি চালানোয় বিঘ্ন দেখা দেয়। এতে ভারত-বাংলাদেশের চোরাকারবারিরা ওই সীমান্তে নানা অপরাধের চেষ্টা চালায়। সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ওই ইউনিয়নের চতুরবাড়ী নামক স্থানে এলাকার নামে নতুন বিজিবি ক্যাম্প স্থাপন ও উদ্বোধন করা হয়।

এদিকে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।