চীনের পর এবার ভারতের ভূখণ্ড নিয়ে টান দিলো নেপালও!

চীনের পর এবার ভারতের ভূখণ্ড নিয়ে টান দিলো নেপালও!

চীনের পর এবার ভারতের ভূখণ্ড নিয়ে টান দিলো নেপালও!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নতুন ১০০ রুপির নোট চালু করেছে নেপালের কেন্দ্রীয় ব্যাংক (এনআরবি)। নতুন এই নোটে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলোকে অন্তর্ভুক্ত করে একটি মানচিত্র সংযুক্ত করা হয়েছে। এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে।

নেপালে সাম্প্রতিক জেন-জি আন্দোলনে ওলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার। আর এই স্বল্পমেয়াদি সরকারের আমলেই এই নতুন ১০০ রুপির নোট প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করল নেপাল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি) সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, যা ২০২৪ সালকে নির্দেশ করে।

২০২০ সালের মে মাসে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। পরে এটি সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময়ে নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে। তখন তারা কাঠমান্ডুকে সতর্ক করে জানায় যে, আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদেরই অঞ্চল। মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার একজন নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি)-এর মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতোমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে।

তিনি স্পষ্ট করেছেন যে, বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে যেমন ১০, ৫০, ৫০০ ও ১,০০০ রুপি, শুধুমাত্র ১০০ রুপির নোটেই নেপালের মানচিত্র দেখা যাচ্ছে। নেপালের নতুন ১০০ টাকার নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে। যেখানে ডানদিকে নেপালের জাতীয় ফুল, রডোডেনড্রনের জলছাপ রয়েছে। আর নোটের কেন্দ্রে রয়েছে নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র।

এদিকে নেপালের নতুন নোটে সংযুক্ত মানচিত্রে ভারতীয় তিন অঞ্চল অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা আছে, লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান। নোটের পেছনের দিকে রয়েছে একটি শিংযুক্ত গন্ডারের ছবি। নোটে একটি সুরক্ষা থ্রেড এবং একটি কালো বিন্দুও আছে।

প্রসঙ্গত, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের— ভারতের এই ৫ রাজ্যের সঙ্গে ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে নেপালের।

সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্সখ্যাত অঞ্চলের অন্তর্ভুক্ত অরুণাচল রাজ্যকে আবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। আর এই অরুণাচল প্রদেশকে জাংনান নামে ডাকে চীন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেছেন, এই জাংনান চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দিইনি।

পরে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। চীনের অস্বীকারে এই বাস্তবতা বদলাবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *