আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় চীনের তিন নাগরিক নিহত

আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় চীনের তিন নাগরিক নিহত

আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় চীনের তিন নাগরিক নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এখনো অপরাধীদের শনাক্ত করা হয়নি।

বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজনই ‘এলএলসি শাহিন এসএম’ নামক একটি কোম্পানিতে কাজ করতেন। লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয়।

তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র- যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে।’

কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানিয়েছে। সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *