থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৪৫, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৪৫, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র

থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১৪৫, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় বন্যায় মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়িয়েছে। বন্যার পানি কমতে থাকায় পুরো এলাকাজুড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে।

স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের ১২টি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ১২ লাখেরও বেশি পরিবার এবং ৩৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

থাই সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত ব্যাংককে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আটটি প্রদেশে বন্যায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র সোংখলা প্রদেশেই কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বন্যার পানি আরও কমতে থাকায় অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, বন্যার পানি কমতে শুরু করায় সোংখলা প্রদেশে মৃতের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে।

দুর্যোগ বিভাগ শুক্রবার সকালে জানিয়েছে, বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে কিছু জায়গায় পানির স্তর এখনও বেশি। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমেছে, তবে কিছু এলাকায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই বন্যার ফলে দেশটির হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং নিচু ভবনগুলো ডুবে যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *