আঞ্চলিক নিরাপত্তায় নজর, যৌথ সামরিক মহড়া শুরু করল পাকিস্তান-চীন

আঞ্চলিক নিরাপত্তায় নজর, যৌথ সামরিক মহড়া শুরু করল পাকিস্তান-চীন

আঞ্চলিক নিরাপত্তায় নজর, যৌথ সামরিক মহড়া শুরু করল পাকিস্তান-চীন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যৌথ সামরিক মহড়া শুরু করেছে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ পাকিস্তান ও চীন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শুরু হওয়া বার্ষিক যৌথ এই সন্ত্রাসবিরোধী মহড়ার নাম ‘ওয়ারিয়র-আইএক্স’। আঞ্চলিক নিরাপত্তায় নজর রেখে দুই দেশের সামরিক বাহিনীর সমন্বয়, দক্ষতা ও আধুনিক যুদ্ধকৌশল বিনিময়ই এবারের মহড়ার লক্ষ্য।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, সোমবার পাঞ্জাবের খারিয়ান জেলার পাব্বি এলাকার ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে (এনসিটিসি) মহড়াটি শুরু হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবিরোধী অভিযানে দুই দেশের বাহিনীর পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক যুদ্ধকৌশল বিনিময় করাই এ মহড়ার লক্ষ্য।

‘ওয়ারিয়র-আইএক্স’ নামে পরিচিত এ মহড়াটি দুই ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগী দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সন্ত্রাসবিরোধী মহড়ার নবম আসর।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চীনের সামরিক বাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল বিয়ান শিয়াওমিংও ছিলেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানায়, ‘যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান ও স্ট্রাইক অপারেশন’ থিমের এই মহড়া ডিসেম্বরের মধ্যভাগ পর্যন্ত চলবে। মন্ত্রণালয় আরও জানায়, মহড়ার লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী সক্ষমতা পরীক্ষা ও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখা।

প্রসঙ্গত, চীন ও পাকিস্তানের সম্পর্ক বহু পুরোনো। ১৯৫১ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দেশ দুটির সম্পর্ক ‘সকল আবহাওয়ায় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে’ রূপ নিয়েছে।

গত আগস্টের শুরুতে দেওয়া বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের নানা পরিবর্তনের মধ্যেও পাকিস্তান ও চীনের বন্ধন অটুট, দীর্ঘদিনের পরীক্ষিত এবং গভীর আস্থার বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব একেবারে অনন্য, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং দারুণ স্থিতিশীল। এই সম্পর্ক কেবল দুই দেশের কূটনৈতিক স্তরে নয়, বরং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে এক উজ্জ্বল উদাহরণ।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed