খাগড়াছড়িতে ধর্মীয় উপাসনালয়ে অনুমোদন ছাড়াই মেলার নামে জুয়ার আসর - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ধর্মীয় উপাসনালয়ে অনুমোদন ছাড়াই মেলার নামে জুয়ার আসর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জেলা প্রশাসনের কোন রকম অনুমতি না নিয়েই ধর্মীয় উপাসনালয়ে মেলার নামে জমজমাট জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে।

জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের সার্বজনীন শিব চর্তুদ্দশী পূর্জা উপলক্ষে সকল পূণ্যার্থী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়নের ঠাকুরছড়া শিব মন্দির প্রাঙ্গনে মেলার নামে জুয়ার আসর পরিচালনা করছে মন্দির পরিচালনা কমিটি। বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, গত ২১শে ফেব্রুয়ারি সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরে শিব চর্তুদ্দশী উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ ২দিন ব্যাপী একটি মেলার আয়োজন করে। মেলা পরিচালনার জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ হতে মন্দির কমিটির সভাপতি পুলক নারায়ন ত্রিপুরা ও সাধারণ সম্পাদক খগেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে মেলা পরিচালনার অনুমতি, নিরাপত্তা ও অনুদান চেয়ে পৃথক আবেদন প্রেরণ করে। কিন্তু জেলা প্রশাসন থেকে তাদের মেলা পরিচালনার জন্য কোন রকম অনুমতি দেওয়া হয়নি।

এদিকে জেলা প্রশাসনের অনুমতি না থাকলেও নিজেদের উদ্যোগে সেখানে মেলা চালু করে মন্দির পরিচালনা কমিটির নেতৃৃবৃন্দ। কিন্তু ধর্মীয় উৎসবের নামে মেলা চালু করলেও মেলার স্থলে প্রকাশ্যে জুয়া, মাদক ও রাতভর বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সার্বজনীন শিব চর্তুদ্দশী পূর্জা উপলক্ষে জেলার কোথাও কোন মেলা পরিচালনার অনুমতি দেয়া হয়নি, এছাড়া অনুমতি ছাড়া মেলা পরিচালনা ও জুয়া খেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।