দীঘিনালায় চার দিন ব্যাপী মৌ চাষীদের প্রশিক্ষণ আয়োজন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (SID-CHT) শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় ২য় ব্যাচের চার দিন ব্যাপী আধুনিক প্রযুক্তিতে মৌ চাষের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ওমকার বিশ্বাসের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের প্রান্তিক মৌ চাষীরা অংশ নেয়। চার দিনের প্রশিক্ষণ শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে বলে জানা গেছে।