বাঘাইছড়ির মারিশ্যায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ির মারিশ্যায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ির মারিশ্যায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, মারিশ্যা জোনের জোন অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা রাবার ফ্যাক্টরি মোড় এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ গাছের গুড়ি ও টুকরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় গর্জন, সেগুন ও গামারী জাতের কাঠসহ মোট ১৩৩ দশমিক ৬৯ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২২৫ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা বাড়িয়েছে। এ কারণে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে বিজিবির এমন নিয়মিত অভিযান পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed