নাইক্ষ্যংছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান: ১৫টি বার্মিজ গরু জব্দ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক চোরাই গবাদিপশু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের একটি টহলদল দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ১৫টি বার্মিজ গরু ফেলে রেখে সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল থেকে গরুগুলো জব্দ করে।
জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত গরুগুলো বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার রয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও শক্তিশালী করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলে গবাদিপশু চোরাচালান রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে, যা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।