কয়লারমুখ চেকপোস্টে বিজিবির তল্লাশি: মালিকবিহীন ৪৪৬ ঘনফুট অবৈধ কাঠ আটক
![]()
নিউজ ডেস্ক
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ বনজ সম্পদ পাচার রোধে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মালিকবিহীন বিপুল পরিমাণ কাঠ আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ চেকপোস্ট কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চেকপোস্টের সামনে থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির মোট ৪৪৬.৩০ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
আটককৃত কাঠগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার, চোরাচালান ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।