‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ৯
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর নয় সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার (২১ ডিসেম্বর) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় চালানো পৃথক অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এলাকাটিতে।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলা বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান থেকে সীমান্ত পারাপার হয়ে সন্ত্রাসবাদের কারণে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে দুই দেশের মধ্যে।
সম্প্রতি ইসলামাবাদ আফগান তালেবান সরকারকে তীব্র প্রতিবাদ জানায়। কারণ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য গোষ্ঠীকে সহায়তা দেয়ার অভিযোগে তালেবান সরকারকে দায়ী করছে পাকিস্তান। মূলত টিটিপিকেই ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ বলে থাকে পাকিস্তান।
গত ১৯ ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় আফগান উপ-রাষ্ট্রদূতকে তলব করে ক্ষোভ প্রকাশ করে ইসলামাবাদ। এ ঘটনার পর পাকিস্তান জানায়, নিজের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।