পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব

পাকিস্তানের সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিল সৌদি আরব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করেছেন। রবিবার রিয়াদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয় বলে জানিয়েছে সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএ জানায়, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে জেনারেল আসিম মুনিরের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে তাকে এই সম্মাননা দেওয়া হয়। রিয়াদ সফরকালে প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সময় জেনারেল মুনির আনুষ্ঠানিকভাবে পদকটি গ্রহণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌদি-পাকিস্তান সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে যৌথ প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে এসপিএ জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed