খাগড়াছড়িতে সম্ভাবনাময় ক্রীড়াবিদের পাশে রিজিয়ন: অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেটার কাউসারকে সহায়তা

খাগড়াছড়িতে সম্ভাবনাময় ক্রীড়াবিদের পাশে রিজিয়ন: অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেটার কাউসারকে সহায়তা

খাগড়াছড়িতে সম্ভাবনাময় ক্রীড়াবিদের পাশে রিজিয়ন: অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেটার কাউসারকে সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতায় সম্ভাবনাময় ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন। এর অংশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য মোঃ কাউসার আহমেদকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ নিজ হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তিনি বলেন, তরুণ ক্রীড়াবিদরাই আগামী দিনের দেশের গর্ব; তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক ও শৃঙ্খলাবদ্ধ পথে এগিয়ে নিতে খাগড়াছড়ি রিজিয়ন সবসময় পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার কাজী মোস্তফা আরেফিন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী।

উপস্থিত অতিথিরা কাউসার আহমেদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, এ ধরনের সহায়তা একজন খেলোয়াড়ের পাশাপাশি পুরো জেলার ক্রীড়া অঙ্গনকে অনুপ্রাণিত করে।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ কাউসার আহমেদ বলেন, খাগড়াছড়ি রিজিয়নের এই সহযোগিতা তাকে আরও অনুপ্রাণিত করেছে এবং দেশের জন্য ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় জুগিয়েছে।

প্রসঙ্গত, ক্রীড়াবান্ধব ও মানবিক উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি রিজিয়ন শান্তি ও উন্নয়নের পাশাপাশি পার্বত্য অঞ্চলের তরুণ প্রতিভা বিকাশে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed