সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনে পাহাড়ের নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে মাসিক মতবিনিময়
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারাস্থ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সিন্দুকছড়িতে আয়োজিত এ সভায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি। তিনি পাহাড়ি অঞ্চলে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাজির আলম, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাসুদ পারভেজ এবং জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক, হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি এবং গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনাকালে জোন অধিনায়ক পার্বত্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা চ্যালেঞ্জ, ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, শিক্ষা সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর নামে অপপ্রচার, গুজব এবং ফেক আইডি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভা শেষে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং যে কোনো অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।